
Russian Horror Omnibus, রাশিয়ান হরর অমনিবাস
রাশিয়ান ক্লাসিকের সঙ্গে বাঙালির পরিচয় বহুদিনের। কিন্তু সে পরিচয়ের নৈকট্যের তীব্রতায় বাঙালি পাঠকের অনাত্মীয় হয়ে গেছে রাশিয়ান জঁর সাহিত্যের সম্ভার। গোগোল, পুশকিন, বেলায়েভ— যে নামগুলি চিরায়ত সাহিত্যের আবেদনে বাংলার মননশীল মানুষের সমাদর লাভ করেছিল, তাঁদের ভিন্নধারার রচনা, যেমন ভয়াল রসের কথাসাহিত্য বাঙালির কাছে একপ্রকার অচেনাই রয়ে গিয়েছে, এ বড়ো কম আশ্চর্যের কথা নয়।
অন্তরীপ পাবলিকেশনের এই সংকলনে ধরা রয়েছে রাশিয়ান হরর সাহিত্যের সেই সম্পূর্ণ বৃত্তচিহ্নটি। দুই মলাটের মধ্যে সংকলিত হয়েছে বিপ্লবপূর্ব ও বিপ্লবোত্তর হরর সাহিত্যের পূর্ণ বর্ণালির এক প্রতীকাভাস। বহুবন্দিত সাহিত্যিকের অনুপম আখ্যানের পাশাপাশিই রয়েছে স্বল্পখ্যাত লেখকের তীক্ষ্ণ কাহিনিবয়ান। বাংলাভাষায় এরকম সংকলন আগে কখনও নির্মিত হয়নি। আমাদের তাই আশা পাঠকের তৃপ্তিও হবে অভূতপূর্ব— অদৃষ্টপূর্ব ভালোবাসায় তাঁরা আপন করে নেবেন রাশিয়ান হরর সাহিত্যের এই সংকলনটিকে।








