
Pretkathan O Onyanyo Prosongo, প্রেতকথন ও অন্যান্য অতিলৌকিক প্রসঙ্গ
দীপঙ্কর মুখোপাধ্যায় এক তন্নিষ্ঠ অক্লান্ত অলৌকিক সন্ধানী। দীর্ঘদিন ধরে তিনি অতিলৌকিকের চর্চায় নিমগ্ন ছিলেন। সেই পথে কেবল গবেষণালব্ধ সিদ্ধান্ত নয়, তাঁর জীবনে প্রত্যক্ষভাবেও এসেছে অলৌকিকের বহুল আবির্ভাব। এই গ্ৰন্থ সেই ছায়াময় জগতের সঙ্গে লেখকের সংযোগের স্মৃতিকথা। ‘প্রেতকথন ও অন্যান্য অতিলৌকিক প্রসঙ্গ’ লেখকের সৃষ্টিগুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ স্থান অধিকারের দাবিদার। এই গ্রন্থে লেখকের কলমের স্বচ্ছন্দচলনে অনায়াসে মিশেছে তাঁর জীবনব্যাপী অন্বেষণ ও ব্যক্তিগত উপলব্ধির নির্যাস।
Share on:








