
Mrityubhumi-The Dead Lands Saga Part 5, মৃত্যুভূমি-The Dead Lands Saga পার্ট ৫
বিশ্বব্যাপী এক অজানা বিপর্যয় আকস্মিক আঘাত হেনেছে চেনা পৃথিবীর উপর, মানুষকে পরিণত করেছে মৃত্যুহীন নরখাদক দানবে। মাত্র সাতদিনের মধ্যে গোটা বিশ্ব এই দানবিক সংক্রমণে আক্রান্ত নরখাদকের দলের সামনে নতজানু হতে বাধ্য হয়েছে। এর উৎস কী? সেটা কি কোনও ভাইরাস? কেউ এর উত্তর জানে না অথচ এই মহামারি দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সমগ্র বিশ্বে। ডেপুটি কমিশনার সম্রাট মুখার্জি ও তার পরিবার মোকাবিলা করে চলেছে এই অনতিক্রম্য ভয়াল বিপদের। তারা খুঁজে চলেছে এক টুকরো নিরাপদ আশ্রয়। এক প্রত্যন্ত গ্রামের প্রাচীন জমিদার বাড়ি চৌধুরী ভবনে পায় তারা সেই আশ্রয়ের সন্ধান, এবং তার পরে সেখানে আসে গিয়াসুদ্দিন শেখ এবং তার দলবলেরা। তাদের সহাবস্থান শুরুতে বন্ধুত্বপূর্ণ থাকলেও গিয়াসের কাকা - ধর্মীয় মৌলবাদী ইব্রাহিমের চক্রান্তে শুরু হয় এক ভয়াবহ সংঘাত। মৃতদের এই পৃথিবীতে জীবিতরা যেন আরো ভয়ঙ্কর! সম্রাট এবং তার পরিবার কি রক্ষা পাবে? এসে গেল মৃত্যুভূমি সিজন ১-এর অন্তিম অধ্যায়: মহাপ্রলয়।









