
দেবী চৌধুরানী মাৎস্যন্যায়: ১ম পর্ব, Devi Chowdhurani Matsyanyaya: Part 1
বঙ্কিমচন্দ্রের 'দেবী চৌধুরানী' গ্ৰাফিক নভেল রূপে নিয়ে এল অন্তরীপ কমিকস।
তরুণী প্রফুল্ল বিবাহিতা হলেও স্বামীসঙ্গবঞ্চিতা। পিতার মৃত্যুর পরে অসহায়া প্রফুল্লকে বেশ্যাপল্লীতে বিক্রি করে দেওয়ার চক্রান্ত হলেও দোর্দণ্ডপ্রতাপ দস্যু ভবানী পাঠকের উদ্যমে সে চক্রান্ত ব্যর্থ হয়। প্রফুল্ল-র নতুন জীবন শুরু হয় ভবানী পাঠকের শিষ্যত্ব গ্ৰহণ করে। ক্রমে সে হয়ে ওঠে অত্যাচারী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে প্রতিরোধের নেতা— দস্যুনেত্রী 'দেবী চৌধুরানী।
বঙ্কিমচন্দ্রের এই গ্ৰন্থ নিষিদ্ধ হয়েছিল ব্রিটিশ আমলে। বর্তমানে এ উপন্যাস শাসকের অত্যাচারের বিরুদ্ধে স্বাধীনতার এক দৃঢ় উচ্চারণ ধারণ করে চিরকালীন ক্লাসিক হয়ে উঠেছে। ইয়ালি ড্রিম ক্রিয়েশনস-এর সর্বভারতীয় স্তরে বেস্টসেলিং গ্রাফিক নভেল 'দেবী চৌধুরাণী' এবার অন্তরীপ কমিকস-এর উদ্যোগে প্রকাশিত হতে চলেছে বাংলা ভাষায়। চিত্রকাহিনির নাট্যরূপ রচনা করেছেন শমীক দাশগুপ্ত, চিত্ররূপ দান করেছেন বিকাশ সৎপথি, বর্ণ সংযোজন করেছেন বিশ্বনাথ মনোকরণ, ভাষান্তর করেছেন সৌমেন চট্টোপাধ্যায়।